রাজ্যের মর্যাদার দাবিতে রক্তক্ষয়ী বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ অঞ্চল। রাজধানী লেহে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রসহ চার জন নিহত হওয়ার পর কার্গিল জেলায়ও উত্তেজনা দেখা দিয়েছে। এরপর কারগিল জেলায় কারফিউ জারি করে ভারতের নিরাপত্তা বাহিনী।
এদিকে বিক্ষোভ আন্দোলন, অশান্তি ও প্রাণহানির ঘটনার জেরে জলবায়ু অধিকারকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ।
বিক্ষোভ উসকে দেয়ার অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হওয়ার পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।
এর আগে ভারত সরকার বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সোনম ওয়াংচুককে ‘সহিংসতা উস্কে দেওয়ার জন্য’ দোষারোপ করেছে। তবে তিনি এই দাবি বারবার অস্বীকার করেছেন।
মুসলিম ও বৌদ্ধ জনগোষ্ঠীর পাহাড়ি মরুভূমি লাদাখ ২০১৯ সালে আধা-স্বায়ত্তশাসন হারায়। বিজেপি সরকার এটিকে প্রাক্তন ভারত-শাসিত জম্মু-কাশ্মীর রাজ্য থেকে আলাদা করে উভয় অঞ্চলের ওপর সরাসরি শাসন আরোপ করে।
প্রসঙ্গত, ভারত লাদাখে বিশাল সেনা মোতায়েন রেখেছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় এক সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সৈন্য নিহত হয়।
এনএনবাংলা/
আরও পড়ুন
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু
তহবিল ঘাটতিতে ১৪ হাজার শান্তিরক্ষী কমাতে যাচ্ছে জাতিসংঘ
মতামত সমন্বয় করে সরকারকে জানাবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ