অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাত জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিরা একসঙ্গে জড়ো হলে এ হামলার ঘটনা ঘটে।
এক সপ্তাহ আগে দেশটির উত্তরাঞ্চলের অন্য আরেকটি শিয়া মসজিদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় ৪৬ জন মারা যাওয়ার পর আবারও এ হামলার ঘটনা ঘটলো।
মুর্তজা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, চার জন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে। তাদের দুজন নিরাপত্তা গেটে বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুজন ভেতরে ঢুকে মুসল্লিদের মধ্যে হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা জানান, তাদের হাসপাতালে সাতটি লাশ ও ১৩ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।
তালেবানের মুখপাত্র বিল্লাল কারেমি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে তালেবানের বিরোধী জঙ্গী গোষ্ঠি আইএস।
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার