October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 26th, 2025, 11:00 pm

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

 

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বগুড়ায় শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। একই পরিবারের মা ও মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রংপুরে ভোর ৪টার দিকে রংপুর নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে ঘটে আরেকটি দুর্ঘটনা। বালুবোঝাই ট্রাক একটি পিকআপভ্যানকে ধাক্কা দিলে মা-ছেলেসহ তিনজন মারা যান। আহত হন আরও তিনজন।

সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএনবাংলা/