বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গৎবাঁধা ধ্যানধারণায় আর চলবে না। জনগণকে উদ্বুদ্ধ করতে হলে নতুন ভিশন, আধুনিক ধারণা ও দূরদৃষ্টি নিয়ে এগোতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিনি কার্নিভাল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, রাজনীতির চরিত্রে পরিবর্তন এসেছে, সেটাকে ধারণ করতে হবে। বিএনপিকে মানুষ একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। যদি আমরা সেই আদর্শিক অবস্থান ধরে রাখতে না পারি, তাহলে এই দল দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে ভবিষ্যতের রাজনীতি টেকসই হবে না। শুধু রাজনীতি নয়, খেলাধুলা ও অর্থনীতিকেও গণতন্ত্রায়নের আওতায় আনতে হবে।
বিএনপির এই নেতা বলেন, “আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলি, কিন্তু খেলাধুলার ক্ষেত্রে সেটি বলি না। প্রতিটি মানুষ যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে। একইভাবে অর্থনীতিকে এমনভাবে গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের সব মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারে।”
তারেক রহমানের ক্রীড়া পরিকল্পনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক স্পোর্টস সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। ক্রিকেট, ফুটবল, সাঁতারসহ যেকোনো ক্ষেত্রে যাদের যোগ্যতা ও আগ্রহ রয়েছে, তারা যেন অংশগ্রহণের সুযোগ পান—এমন পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে এই পরিকল্পনায়।
খসরু আরও বলেন, “বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। খেলাধুলা আজকের দিনে এক ধরনের সফট পাওয়ার। সামরিক শক্তি ছাড়াই স্পোর্টসের মাধ্যমে বিশ্বে দেশের পরিচিতি বাড়ানো সম্ভব। আমরাও ইনশাআল্লাহ সেই পথেই এগোব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোস্তফা জামান।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪.৭৯ শতাংশ