সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী স্বীকৃতি দাবি করায় এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রেমিক রশিদসহ তার বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এর আগে নির্যাতিতা নারীর বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে শুক্রবার বিকালে থানায় মামলা দায়ের করেন। মামলায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। বর্তমানে আহত নারী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন—আবদুর রশিদ (২৪), তার বাবা আব্বাস আলী ও মা চন্দ্রা ভানু।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সখীপুর উপজেলার চতলবাইদ গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রোজিনার সঙ্গে পার্শ্ববর্তী বাজাইল গ্রামের আবদুর রশিদের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের পর স্বামী রশিদ তাকে নিয়ে একাধিক আত্মীয়ের বাড়িতে রাতযাপনও করেন।
তবে পরবর্তীতে রশিদ ও তার পরিবার বিয়ে অস্বীকার করে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোর্ট ম্যারেজের কাগজপত্র নিয়ে স্বামীর বাড়িতে গেলে স্থানীয়দের সহায়তায় রশিদ ও তার পরিবারের সদস্যরা তাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন চালায়। এ সময় তারা সব কাগজপত্রও কেড়ে নেয় বলে অভিযোগ করেন রোজিনা।
শুক্রবার বিকালে হাসপাতালের বেডে শুয়ে নির্যাতিতা নারী বলেন, “আমার কাছে বিয়ের প্রমাণ—কোর্ট ম্যারেজের কাগজ, ছবি, ভিডিও সবই ছিল। ওরা মিলে আমাকে গাছে বেঁধে পৈশাচিক নির্যাতন করেছে। আমার কোমর, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। রশিদ ও তার বাবা-মা, চাচা-চাচি, ভাই-বোন মিলে ওরা আমাকে এমনভাবে মেরেছে, চোরকেও এভাবে মারে না!
এখন এক কান দিয়ে কিছুই শুনতে পাচ্ছি না। আমি ন্যায়বিচার চাই।”
নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়। নেটিজেনরা এ বর্বর ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, “ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরপরই প্রেমিক রশিদ ও তার বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।”
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত