কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
বিশ্ব পর্যটন নিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের পর্যটন উপজেলা কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। কমলগঞ্জে পর্যটনের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে কমলঞ্জ উপজেলার পর্যটন উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সমস্যা থেকে বের হয়ে উন্নয়ন করতে কি করতে হবে এসব সম্পর্কে বক্তব্য রাখেন, শিক্ষার্থী অংকিতা কানু, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, মুজিবুর রহমান রঞ্জু, লেখক গবেষক আহমদ সিরাজ, মোনায়েম খান, আহমেদুজ্জামান আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা দুরুদ আলী, রিসোর্ট মালিকদের পক্ষে অরণ্য নিবাস প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন প্রমুখ।
আলোচনা সভা শেষে, কমলগঞ্জের পর্যটন নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত