October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 2:08 pm

হঠাৎ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে এক মাসও না যেতেই প্রকাশ্যে এসে তিনি জানালেন, অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি দেশ থেকে পালাবেন না।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে অলি বলেন,

“আপনারা কি মনে করেন, আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”

অলি আরও জানান,

“আমরাই এ দেশকে গড়ব। দেশকে আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব। শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করব।”

প্রসঙ্গত, আন্দোলনের সময় জেন-জিদের তাড়া খেয়ে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় অলি রক্ষা পান। এরপর এতদিন আড়ালে থাকলেও অবশেষে তিনি প্রকাশ্যে আসেন।

অলির অভিযোগ, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং সহিংসতা ও ভাঙচুরের পথ বেছে নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গেও তিনি জড়িত ছিলেন না।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি যে নির্দেশনা দিয়েছেন তার রেকর্ডিং প্রকাশ করা হোক।

এদিকে, সুশীলা কার্কির সরকার কেপি শর্মা অলি ছাড়াও তার মন্ত্রিসভার বেশ কয়েকজনের পাসপোর্ট জব্দ করার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে অলি অভিযোগ করেছেন, এর মাধ্যমে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হবে।

 

সূত্র: কাঠমান্ডু পোস্ট

 

এনএনবাংলা/