October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 2:26 pm

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ

আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে সূচনা হওয়া এ মহোৎসব বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর শেষ হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে অকালবোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, ধূপধুনচি ও পঞ্চপ্রদীপের আলোয় ভক্তরা আহ্বান জানাচ্ছেন দেবী দুর্গাকে। পঞ্জিকা অনুযায়ী, আজ বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

মহানগর সর্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। একই নির্ঘণ্ট মেনে দেশের সর্বত্র পূজামণ্ডপগুলোতেও চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দশভূজা দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। ভক্তরা নতজানু হয়ে কামনা করবেন সুখ, সমৃদ্ধি ও শান্তি।

এ বছর গজে চড়ে মর্ত্যে আগমন করছেন দেবী দুর্গা এবং ফিরবেন দোলায় চড়ে। সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে ২৫৯টি পূজামণ্ডপ। প্রতিমা ও মণ্ডপ সাজাতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

 

এনএনবাংলা/