October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 5:09 pm

৬ অক্টোবর বিসিবির নির্বাচন হতে কোনো বাধা নেই

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর নির্বাচনের জন্য চিঠি দেওয়ার কার্যক্রম স্থগিত করার হাইকোর্টের আদেশের মেয়াদ চেম্বার আদালত বৃদ্ধি করেছে। এই নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব।

রোববার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এই আদেশের ফলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে এখন আর কোনো আইনি বাধা থাকবে না, এমনটা জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, ২২ সেপ্টেম্বর হাইকোর্ট জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর নির্বাচনের জন্য চিঠি দেওয়ার কার্যক্রম স্থগিত করে এবং সেই আদেশ স্থগিতের জন্য চেম্বার আদালতে আবেদন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই দিন আদালত পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

বিশদভাবে বলতে গেলে, ২২ সেপ্টেম্বর দুপুরে হাইকোর্ট জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর নির্বাচনের জন্য দেওয়া চিঠি স্থগিত করে। সেই সঙ্গে আদালত জানতে চায়, কেন বিসিবি সভাপতির চিঠি অবৈধ নয়। এ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।

গুরুত্বপূর্ণ হলো, ১৮ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের আগে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর নির্বাচনের জন্য চিঠি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

 

এনএনবাংলা/