October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 5:31 pm

দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

 

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি পালিত হবে। তবে, গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই ছুটি কার্যকর করার দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

রোববার (২৪ সেপ্টেম্বর ২০২৫) জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সদস্য সচিব মোঃ মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের দপ্তরে জমা দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চারদিন বিশ্রাম হবে। অথচ সাংবাদিকরা একটিও ছুটি পাচ্ছেন না। সরকারি কোনো নির্দেশনা না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন ইচ্ছামতো ছুটি প্রদান করেন, আবার অনেক ক্ষেত্রে ছুটির দিনে ‘বিশেষ ব্যবস্থার’ নামে কাজ করিয়ে পারিশ্রমিকও যথাযথভাবে প্রদান করেন না।

এই পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে জার্নালিস্ট কমিউনিটি সরকারকে অনুরোধ জানিয়েছে— দুর্গাপূজার সরকারি ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে অন্তত দুই দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার। পাশাপাশি, ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদে প্রদান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করার দাবি স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

 

এনএনবাংলা/