জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় – এর মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, ডিরেক্টর এটিএন এমসিএল এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব এর ভাই আবুল আহসান মোঃ আশরাফ। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। এক উজ্জ্বল ও আবেগঘন পরিবেশে অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংগঠনের আদর্শ, ঐতিহ্য ও সাংবাদিকতা পেশার মান মর্যাদ
রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তহলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করেন। সহ-সভাপতি আবুল বাশার মজুমদার সাংদেী উদ্দেশ্যে বলেন, দেশেী কল্যাণে সৎ নির্ভীক ও ন্যায়নিষ্ঠা সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহবান জানান। দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ক্রিড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন তাঁর বক্তব্যে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ না থেকে সমাজে ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি সাংবাদিকদের মানসিক উৎকর্ষ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পেশাগত দায়িত্ব আরও সুন্দর ভাবে পালনের আহবান জানান। প্রচার সম্পাদক এম হোসাইন আহমেদ বলেন, সাংবাদিকতার প্রতিটি কার্যক্রমে সমাজের সামনে ইতিবাচকভাবে তুলে দরা অত্যান্ত জরুরি। তিনি সংগঠনের প্রতিটি কর্মসূচি ও কার্যক্রমকে গুরুত্বসহকারে প্রচার করার জন্য সকলে উদ্যোক্ত ভুমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রবীণ নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ,দেশের বিভিন্ন জেলা, বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁরা নবগঠিত নির্বাহী পরিষদের হাতে সাংবাদিক সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে এক আবেগঘন দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং নবগঠিত নির্বাহী পরিষদের সফলতা ও সাংবাদিক সমাজের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
পরপ সভাপতি মোছাঃ আছিয়া আক্তার বলেন, অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার মরহুম মোঃ আলতাফ হোসেন এর কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি অতিথিদের মূল্যবান বক্তব্য এবং নবগঠিত পরিষদের অঙ্গীকারের মধ্যে দিয়প জাতীয় সাংবাদিক সংস্থার শপথ গ্রহণ ও পরিচিত সভা একটি বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয়।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত