নাটোর প্রতিনিধি
নাটোরে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টার দিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী শুরু হয়ে অফিস চত্তরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে নাটোর জেলা প্রাণিসম্পদ কার্যলয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম উদ্দিন এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন এর উপ-পরিচালক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ভ্যাটেনারী অফিসার রুহুল আমীন ফারুক সিভিল সার্জন কার্য্যলয় প্রতিনিধি রেজাউল, আসিফ ইকবাল, ইউনাইটেড প্রেস ক্লালের সহ-সভাপতি সুফি সান্টু, নাটোর পৌর সভার স্যানেটারী ইন্সেপেকটর উদয় সরকারসহ উপজেলা প্রাণিসম্পদ কার্য্যলয়ের কর্মকর্তাবৃন্দ।
নাটোর আধুনিক সদর হাসপাতাল এর এক তথ্যমতে জানা যায়, গত আগষ্ট মাসে ককুর এবং বিড়ালে কামড় ও হাচড়ে ৭৫৫জন এবং চলতি মাসে ৭৭০ জনকে প্রতিশোধক ভ্যাকসিন দেয়া হয়েছে। এছারা চলতি বছওে এ পর্যন্ত নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষকে প্রতিশোধক প্রায় দুই হাজার ভ্যাকসিন দেয়া হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। কুকুর বা বিড়ালের কামড় ও আচড়ের মাধ্যমে এ রোগের সংক্রমণ ঘটে। তাই আতঙ্কিত না হয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি কুকুরের প্রতি আমাদের মানসিকতা ও আচরণেও পরিবর্তন এবং এদের প্রতি মানবিক হওয়ার আহ্বান করা হয়।
এসময় আরও বলা হয় জলাতঙ্কের শেষ পর্যায়ের আগে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। কিন্তু আমরা সাধারণত কুকুর বা বিড়ালের আচড়কে গুরুত্ব দিই না। শুধু কামড় দিলে অথবা আচড়ে ক্ষত সৃষ্টি হলে চিকিৎসার কথা চিন্তা করি। অথচ এসব ক্ষেত্রে দেরি না করে শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
উল্লেখ্য,বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই স্লোগানকে সামনে নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক এ কর্মসূচীর পালন করেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত