শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৫।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর ও ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
গ্র্যান্ড সুলতান রিসোর্টের প্রধান ফটকের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পর্যটন কল্যাণ পরিষদের সভাপতি কুমকুম হাবিবা। সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সভাপতি তাপস দাশ এবং সমাপনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু।
র্যালিটি রাধানগর ঘুরে প্যারাগন হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সমাপনীতে পরিবেশিত হয় সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও ত্রিপুরা সম্প্রদায়ের ট্রেডিশনাল নৃত্য।
এ আয়োজনে উপজেলার হোটেল, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, স্যুভেনির শপের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পাশাপাশি চা-শ্রমিক, খাসিয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ নিজস্ব পোশাকে যোগ দেন। স্কুল শিক্ষার্থীরা হাতে সাজানো ডালায় চা-পাতা, লেবু, আনারস ও সাতকড়া নিয়ে র্যালিকে আরও রঙিন করে তোলে।
র্যালির মাঝপথে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। আয়োজকরা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে টেকসই পর্যটন গড়ে তোলা সম্ভব হলে দেশের অর্থনীতি ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত