October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 8:01 pm

প্রতি কেজি ইলিশ ১৫২৫ টাকায় ১২ দিনে ভারতে রপ্তানি ৯৯ টন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ অনুমতিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১২ দিনে ভারতে রপ্তানি হয়েছে ৯৯ টন ৮৬ কেজি ইলিশ। প্রতি কেজির রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।

ইলিশ রপ্তানিকারক তারেক রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল। যদিও দেশীয় চাহিদা উৎপাদনের তুলনায় অনেক বেশি, তবুও প্রতিবছর দুর্গোৎসবকে কেন্দ্র করে ২০১৯ সাল থেকে সরকার সীমিত পরিসরে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। চলতি বছর বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যা আগামী ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক বলেন, অল্প সময়ের মধ্যে এত ইলিশ রপ্তানি সম্ভব হবে না। তিনি জানান, গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন রপ্তানির অনুমতি দেওয়া হলেও বাস্তবে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট ৬৩৬ টন ইলিশ রপ্তানি হয়েছিল। এর মধ্যে শুধু বেনাপোল দিয়েই গিয়েছিল ৫৩২ টন। বর্তমানে সরবরাহ কম এবং দামের ঊর্ধ্বগতির কারণে এবার রপ্তানির পরিমাণ তুলনামূলক কম হতে পারে।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, দুর্গোৎসবের ছুটিতেও বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শনিবার সর্বশেষ চালান হিসেবে ভারতে ১২ টন ৮৬ কেজি ইলিশ পাঠানো হয়েছে।

 

এনএনবাংলা/