November 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 11:56 pm

হাসিনের আয়োজনে ‘নীরবে’ কনা

 

প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী কনার নতুন গান ‘নীরবে’। নতুন প্রজন্মের সংগীত পরিচালক হৃদয় হাসিনের পরিকল্পনায় ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ প্রজেক্টের প্রথম প্রকাশিত গান এটি। এটি লিখেছেন সৈয়দা হেমা এবং সুর ও সংগীত আয়োজন হৃদয় হাসিনের।

গানটি নিয়ে কনা বললেন,‘গানটা আমার বেশ ভালো লেগেছে। অনেকটা ৯০ দশকের ব্যান্ডের গানগুলোর মতো। যে কারণে আরও বেশি ভালো লেগেছে। কথাগুলোও সুন্দর। আর হাসিনের কাজ আমার বরাবরই পছন্দের। ওর মিউজিক আমার বেশ ভালো লাগে। সবমিলিয়ে আমি আশাবাদী গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

হাসিন বলেন, ‘কনা আপু আমার খুব পছন্দের একজন শিল্পী ও মানুষ। রেট্রো ক্লাসিক ধরণের এই গানটা উনার কথা ভেবেই করা। আমি আশা করছি শ্রোতারা আমাদের এই চেষ্টাকে সাদরে গ্রহণ করবেন।’

কথা প্রসঙ্গে হাসিন আরো বলেন,‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ আমার ড্রিম প্রজেক্ট। বহু বছর ধরে আমি এটা করার প্ল্যান করছিলাম। শেষ পর্যন্ত আমার এই প্রজেক্টের প্রথম সিজন আসলো। প্রথম সিজনে কনা আপু ছাড়াও আরও গান গেয়েছেন সংগীতশিল্পী লিজা ও নদী। প্রতিটা গানই ভিন্ন ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। যে কারণে ভবিষ্যতে এই প্রজেক্টের যতগুলো গান আসবে সব গানগুলোতেই ভিন্নতা থাকবে। আশা করছি শ্রোতাদের সেগুলোও ভালো লাগবে।

কনার গাওয়া এই ‘নীরবে’ গানটি প্রকাশ হয়েছে হৃদয় হাসিনের এর ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে বাকি গানগুলোও একই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে।

এনএনবাংলা/