৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ক্রিকেটপ্রেমীদের কাছে ম্যাচটি নিয়ে ছিল বাড়তি আগ্রহ।
শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সুর্যকুমার যাদবের ভারত। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারে ৫ উইকেটে পৌঁছে যায় তারা। ফলে নবম বারের মতো এশিয়া কাপের শিরোপা ওঠে ভারতের হাতে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার সপ্তদশ এশিয়া কাপ ফাইনালে উড়ন্ত সূচনা পেয়েছিল পাকিস্তান। ১১.২ ওভারে ১০০ রান তুলেও তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অলআউট হয় ১৪৬ রানে। তিলক ভার্মার ফিফটিতে ভর করে ২ বল হাতে রেখেই ভারত জয় নিশ্চিত করেছে।
উল্লেখ্য, যেকোনো ফরম্যাটে ভারতকে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে হারিয়েছিল পাকিস্তান। এরপর থেকে সব ম্যাচে অর্থাৎ টানা ৮ ম্যাচে ভারত জিতেছে। প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েও জয়ের স্বাদ পেল না পাকিস্তান। যদিও ম্যাচের শেষ ওভার পর্যন্ত ছিল শ্বাসরুদ্ধকর উত্তেজনা।
এনএনবাংলা/
আরও পড়ুন
রোমাঞ্চকর লড়াই শেষে হারের বেদনায় বাংলাদেশ
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা