October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 29th, 2025, 1:42 pm

মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ হুমায়ন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লেখেন, “আমার বাবা আর নেই। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।”

স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ সকাল পৌনে ৭টার দিকে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রোববার তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার সকালে তার মৃত্যু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে সংঘটিত হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এনএনবাংলা/