বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এ সহায়তা নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও শান্তিপূর্ণতা নিশ্চিত করার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ব্রিটিশ হাই কমিশনার বলেন, “বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে আমরা সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষামূলক কার্যক্রমেও আমরা সহযোগিতা করতে পারি।”
এদিকে নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশন নিয়মিতভাবে বিভিন্ন স্টেকহোল্ডার ও বিদেশি দূতদের সঙ্গে মতবিনিময় করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইসিইউতে খালেদা জিয়া
ব্রুনাইকে উড়িয়ে দিলো বাংলাদেশের কিশোর ফুটবলাররা
দেশে আইসিইউতে ৪১% রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর