প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদী শক্তির প্ররোচনায় খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে না হয়, সে চেষ্টা চালাচ্ছে। খাগড়াছড়ির ঘটনাও সেই মহলেরই কাজ। প্রতিবেশী দেশ কিংবা ফ্যাসিস্টদের ইন্ধনে এসব ঘটানো হচ্ছে। তবে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইতোমধ্যে সেখানে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছেন।
তিনি আরও জানান, পাহাড়ের ওপর থেকে কিছু সন্ত্রাসী গুলি চালিয়েছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এ সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।
দূর্গাপূজা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গতকাল থেকে আমাদের বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই উৎসব চলাকালে যেন কেউ রাস্তা বন্ধ না করে বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে ব্যাপারে সবাইকে সহায়তা করার আহ্বান জানাই। পূজা যেন নির্বিঘ্নে আয়োজিত হয়, সেটিই আমাদের অঙ্গীকার।”
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের প্রসঙ্গে তিনি বলেন, “অধিকাংশ পর্যটককেই ইতোমধ্যে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে