October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 29th, 2025, 5:49 pm

আশুলিয়ায় ১কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

 

সাভারের আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে গাঁজাসহ পারভীন আক্তার (৪৭) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোসা. পারভীন আক্তার আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে।

গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গাজাসহ গ্রেপ্তার পেশাদার মাদক কারবারি পারভীন আক্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।