কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হচ্ছে বীরনিবাস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পের ২০২৪-২০২৫ অর্থ বছরে উন্নয়ন কর্মসূচির আওতায় ‘‘৩য় পর্যায়ে’’ ‘‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’’ প্রকল্প তদারকি করছে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১১টি পাকা দালান ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, একতলা আধুনিক প্রতিটি ৬৩৫ বর্গ ফুট আয়তনের বীরনিবাসে থাকছে দুইটি শয়নকক্ষ, ড্রইং, ডাইনিং, রান্নাঘর এবং দুটি বাথরুমসহ আরও আধুনিক ব্যবস্থা। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয় চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে। প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ১৮ লক্ষ ৮৬ হাজার ৬৪৬ টাকা। যাহা ১১ টি ঘরের মোট প্রাক্কলিত বরাদ্দ ২ কোটি ৭ লাখ ৫৩ হাজার ১১৪ টাকা। সরকারি লক্ষ্য হচ্ছে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে স্থায়ী ও মানসম্মত আবাসনের ব্যবস্থা করা।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম ও প্রশাসনের কর্মকর্তাগণ নির্মানাধীন বীরনিবাস প্রকল্প পরিদর্শন করেছেন।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার বড়নগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আতাহার আলীর বীরনিবাসের কাজ চলমান রয়েছে। ছাদ ঢালাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী আবেগ আপ্লুত হয়ে বলেন, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দেশ পেয়েছি। বসবাসের জন্য আমার ঘর ছিল না, সরকার আমাকে ঘর দেওয়ায় কৃতজ্ঞতা জানাই। আশাকরি ভবিষ্যতে সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ভাল কিছু করবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১১টি বীরনিবাসের কাজ চলমান রয়েছে। প্রতিকুল আবহাওয়ার কারনে নির্মাণ কাজ বিলম্ব হলেও আশা রাখি আগামী নভেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম প্রতিবেদককে বলেন, শুধুমাত্র অসচ্ছল ও প্রকৃত মুক্তিযোদ্ধারা এই আবাসন সুবিধা পাবে। ভবিষ্যতে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ধাপে ধাপে প্রত্যন্ত অঞ্চলের এই সুবিধার আওতাবর্হিভ‚ত ও প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরও এতে অন্তভর্‚ক্ত করা হবে।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে