নিজ দলের রাজনৈতিক সমাবেশে পদদলনে ৪০ জনের প্রাণহানির ঘটনার পর ভারতে ব্যাপক বিতর্কের মুখোমুখি হয়েছেন দেশটির দক্ষিণী সিনেমার সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়।
সম্প্রতি থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ। এখন এই অভিনেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে, যা তামিলনাড়ুর কারুর জেলার এ ঘটনা তদন্ত করবে।
বিজয়ের বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা অগ্রাহ্য করেছেন। র্যালিতে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় সাত ঘণ্টা দেরিতে আসেন। ততক্ষণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ ও জনসমাগমে গাদাগাদি হয়ে পড়ে। অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন।
উল্লেখ্য, ৫১ বছর বয়সী বিজয় তামিলনাড়ুর অন্যতম জনপ্রিয় অভিনেতা। যার অভিনয় জীবন কয়েক দশকজুড়ে বিস্তৃত। বছরের পর বছর ধরে তার অভিনিত সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। যে কারণে ভারতের সবচেয়ে ধনী তারকাদের একজন হয়ে উঠেছেন তিনি।
বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি চেন্নাইয়ে চলচ্চিত্র পরিচালক পিতা ও গায়িকা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
রোববার থেকে মেট্রোরেলে চলাচলের সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি : মেলোনি