October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 1:11 pm

সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

 

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ব্যাট ও বলে দীর্ঘদিন শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটেও রাজত্ব করেছেন তিনি। তবে এবার মনে হচ্ছে জাতীয় দলের জার্সিতে সাকিবের অধ্যায় শেষ হতে চলেছে।

কারণ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন—সাকিব আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না। সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,

“তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। জাতীয় দলের জার্সির পরিচয় বহন করার সুযোগও আর নেই। বিসিবিকে আমার স্পষ্ট নির্দেশনা থাকবে—সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ দলে খেলতে পারবেন না।”

এর পেছনের কারণও ব্যাখ্যা করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, সাকিব সবসময় দাবি করেছেন, তাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল এবং তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন; শুধু এলাকার মানুষের জন্য সংসদ সদস্য হয়েছিলেন। কিন্তু আসিফ মাহমুদের মতে, সাকিব আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত, যার প্রমাণ মিলেছে সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে।

সেই পোস্ট থেকেই শুরু হয় বিতর্ক। গত রোববার রাতে নিজের ফেসবুকে গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। সেখানে তিনি লেখেন—“শুভ জন্মদিন, আপা।” এই পোস্টের পর থেকেই সাকিব ও আসিফের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি তর্ক-বিতর্ক শুরু হয়, যা শেষ পর্যন্ত সাকিবকে নিয়ে কড়া সিদ্ধান্তে গড়ায়।

উল্লেখ্য, এর আগের ঘটনাপ্রবাহও প্রাসঙ্গিক। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব দেশের বাইরে ছিলেন। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হলেও তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারির অভিযোগ এবং দুদকের মামলাও।

 

এনএনবাংলা/