বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ ক্রমেই কঠিন হয়ে উঠছে। ভিসা প্রক্রিয়ার জটিলতা, হোটেল খরচ, নিরাপত্তাহীনতা এবং পর্যাপ্ত বিনোদনের অভাব মিলিয়ে বিদেশ ভ্রমণ এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
সবুজ পাসপোর্টধারীরা ভিসা আবেদনের সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। অনেকে ভিসা পেলেও বিমানবন্দরে ‘সন্দেহজনক’ মনে করে ফেরত পাঠানো হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা দেওয়া বন্ধ রয়েছে। ভারতও আগস্ট ২০২৪ থেকে ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া ভ্রমণ ভিসায় কঠোর শর্ত আরোপ করেছে।
চীনে ভিসা পাওয়া গেলেও বিমানবন্দরে কঠোর যাচাইয়ের কারণে অনেককে ফেরত পাঠানো হচ্ছে। থাইল্যান্ডে ভিসা মিললেও প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে। মালয়েশিয়ায়ও ইমিগ্রেশনে সন্দেহ হলে পর্যটকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।
ইউরোপ ও আমেরিকার ভিসা বাংলাদেশিদের জন্য আগে থেকেই ছিল কঠিন। বর্তমানে সেখানে বাড়তি কাগজপত্র, দীর্ঘসূত্রিতা এবং আস্থার সংকটে প্রকৃত ভ্রমণপিপাসুরাও বিপাকে পড়ছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস
পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, নিহত ১১
শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা