October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 5:40 pm

মুরাদনগরে মোবাইল কোর্টের বিশেষ অভিযান: অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, লাইসেন্সবিহীন পানি বিক্রেতার জরিমানা

 

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যসম্পদ রক্ষায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক কঠোর অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে লাইসেন্সবিহীন বোতলজাত পানি বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​মুরাদনগর উত্তরপাড়ায় অভিযানকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো অনুমোদন বা লাইসেন্স ছাড়াই বোতলজাত পানি বিক্রি করছে। যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এই গুরুতর অপরাধে ভোক্তা অধিকার আইন ও বিএসটিআই আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জমজম ড্রিংকিং ওয়াটার-এর মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ​বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার-কে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​আইন অমান্য করে লাইসেন্সবিহীন পণ্য বিক্রি করে জনগণের স্বাস্থ্যের সাথে আপস করার অভিযোগে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে জানা যায়।

​রামচন্দ্রপুর বাজারে মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নেয় মোবাইল কোর্ট। বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল এবং পরিবেশ ও মাছের প্রজননের জন্য ক্ষতিকর চায়না জালের ব্যবহার ও বিক্রয় চলতে থাকায় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। মৎস্য সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করে মাছের প্রজনন ও প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী এই ক্ষতিকর জালগুলো অভিযান শেষে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

​মুরাদনগর উপজেলা প্রশাসন জোর দিয়ে জানিয়েছে যে, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।