October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 5:48 pm

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’

ছবি: আলিফ রিফাত

 

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি ‘এই শহরে মেঘেরা একা’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছন মেহরাব জাহিদ ও পরিচালনা করেছেন সোহেল রানা ইমন।

রাজধানীর উত্তরার বিভিন্ন শুটিংস্পটে নাটকটির দৃশ্য ধারনের পর সম্পাদনা ও মিউজিকের কাজ শেষে ‘এই শহরে মেঘেরা একা’ বিন্দুভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

নাটকটি প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘তানিয়া বৃষ্টি একজন ভালো পারফর্মার। ইমন ভাইয়ের নির্দেশনায় আমরা দুজন এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি কাজ করা হবে হবে বলেও করা হয়ে উঠছিলোনা। এই শহরে মেঘেরা একা’র গল্পটা রোমান্টিক। কিন্তু শেষে কষ্ট আছে। আমি আর বৃষ্টিসহ অন্যান্য যারা আছেন সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’

তানিয়া বৃষ্টি বলেন,‘ এই নাটকে আমি দীপা নামক একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা সুন্দর, ভালোবাসার গল্প। পার্থর কাজ যখন দেখেছি তখন থেকেই ইচ্ছে ছিলো তার সঙ্গে কাজ করার। কারণ নতুন যারা অভিনয়ে এসেছেন তাদের মধ্যে পার্থ ভালো করছে। আশা করছি নাটকটির প্রতি দর্শকের ভালোলাগা বাড়বে।’

উল্লেখ্য, তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ প্রথম মুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে অভিনয় করেন।

এনএনবাংলা/