October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 7:27 pm

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে সর্বোচ্চ সতর্ক সরকার: প্রেস সচিব

ফাইল ফটো

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সরকার পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

প্রেস সচিবের দাবি, দেশের ভোট প্রক্রিয়া ব্যাহত করতে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারাই বাইরে থেকে এ ধরনের তৎপরতায় জড়িত।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার, তাদের সহযোগী-আন্তর্জাতিক মিত্ররা মিলিতভাবে নির্বাচনের পথ রুদ্ধ করার কৌশল নিচ্ছে, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।

শফিকুল আলম জানান, বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে ভুয়া খবর প্রচার করা হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের অবহিত করছেন।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

এনএনবাংলা/