October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 8:06 pm

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। একই সঙ্গে আরও ১২টি রাজনৈতিক দলের আবেদনের বিষয়ে অতিরিক্ত যাচাই-বাছাই করা হবে। তবে ৭টি দলের আবেদন নামঞ্জুর করেছে কমিশন।

আখতার আহমেদ জানান, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়। সেখান থেকে নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে তাদের প্রতীকের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আমরা তাদের চিঠি দেব। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সব দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

এনএনবাংলা/