October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 2:24 pm

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ফিরিয়ে নেন।

একসময় বোর্ড পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় ভূমিকা রাখার ইচ্ছা ছিল তার। তবে শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

এর আগে অভিযোগ ওঠে, সরকারি হস্তক্ষেপের কারণে তামিমের নেতৃত্বাধীন প্রায় এক ডজন ক্লাব নির্বাচন বর্জনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম আসা ১৫টি ক্লাবকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। তামিম সংশ্লিষ্ট ক্লাবও ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

এ পরিস্থিতিতে তামিমের নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব মনোনয়ন প্রত্যাহারের হুমকি দেয়। অবশেষে তামিম নিজেও নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে বিতর্কিতভাবে তৃতীয় বিভাগ বাছাই লিগ না খেলেই ১৮টি ক্লাব বিসিবির কাউন্সিলর হয়। পরে এর মধ্যে তিনটি ক্লাব বাছাইপর্বে নেমে যাওয়ায় ভোটাধিকার পাওয়া ক্লাবের সংখ্যা দাঁড়ায় ১৫টিতে। হাইকোর্টের নির্দেশনায় এবার সেই ক্লাবগুলো নির্বাচন থেকে বাদ পড়েছে।

এনএনবাংলা/