বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। সে দেশটাকে তার বাপের মনে করতো। বুধবার (০১ অক্টোবর) রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে। তবে তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন সম্পন্ন হয়। রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে চলেছে, এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে একটি দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। অথচ যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না, তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্তে লিপ্ত।
গণতন্ত্র ফিরিয়ে আনতে হিন্দু-মুসলমান সবাইকে একসঙ্গে আন্দোলন করার ইতিহাস রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, “এ দেশকে রক্ষার সংগ্রামে ধর্ম-বর্ণের বিভেদ কোনোদিনই প্রাধান্য পাবে না।”
এনএনবাংলা/

আরও পড়ুন
আইসিইউতে খালেদা জিয়া
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
নাসা গ্রুপের নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ