October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 4:04 pm

বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি

 

বিশ্বের যেকোনো প্রান্তে থাকা প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আধুনিক প্রযুক্তির সহায়তায়। একে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “প্রথমবারের মতো প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে প্রযুক্তি নির্ভর, সহজ ও কার্যকর করা হচ্ছে। প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই আউট অব কান্ট্রি ভোটিং-এ রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য শিগগিরই চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ।”

তিনি আরও জানান, অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে প্রতিটি ধাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা বিস্তারিতভাবে দেখানো হবে। রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা। পাশাপাশি ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে, যা পূরণ শেষে নির্দিষ্ট খামে ডাকযোগে ফেরত পাঠানো যাবে।

ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে সিইসি বলেন, “আপনি ভোট দিয়ে খামটি কেবল পোস্ট অফিসে জমা দেবেন। এটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। তাই যারা প্রবাসী এবং ভোট দিতে আগ্রহী, তাদের অবশ্যই রেজিস্ট্রেশনের সুযোগটি গ্রহণ করতে হবে। আমরা আশা করি প্রবাসী ভাই-বোনেরা সক্রিয়ভাবে এই সুযোগ কাজে লাগাবেন।”

তিনি আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে থাকা নির্দেশনামূলক ভিডিওতে, দূতাবাস বা হাইকমিশন থেকে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও সরকারি গণমাধ্যমের মাধ্যমেও।

এ প্রসঙ্গে সিইসি বলেন, “একটি শিশু যেমন প্রথম পদক্ষেপ নেয়, প্রবাসীদের ভোটের এই উদ্যোগটিও তেমনি একটি ঐতিহাসিক প্রথম পদক্ষেপ। আমরা চাই প্রবাসী ভাই-বোনেরা এতে সক্রিয়ভাবে অংশ নিন। আধুনিক মোবাইল ও তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা ভোটদানকে সহজ ও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, অংশগ্রহণমূলক নির্বাচনের এই অভিযাত্রায় সবাই মিলে যুক্ত হই এবং নিশ্চিত করি—বিশ্বের যেখানেই থাকি না কেন, বাংলাদেশের প্রতিটি কণ্ঠস্বর শোনা যায়।

এনএনবাংলা/