October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 5:14 pm

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক  হলেন আসিফ আকবর

 

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন মীর হেলাল উদ্দিন। এতে করে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী।

এ দিকে তামিম ছাড়াও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও ১৫ জন। এ তালিকায় আছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরা।

এনএনবাংলা/