ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য পূরণে নেমেছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) বিষয়ে বিস্তারিত কথা বলেন।
নুরজাহান বেগম বলেন, “উচ্চ রক্তচাপ শুধু সরকারের বা চিকিৎসকদের বিষয় নয়, বরং এটি আমাদের সবার বিষয়। কেন এ সমস্যা হয়, সেটি প্রতিরোধে মনোযোগ দেওয়া জরুরি। কিন্তু আমরা প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না।”
তিনি আরও বলেন, “তামাক আমাদের শেষ করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলোও বিভিন্নভাবে ঢুকে মুনাফা করছে। অথচ আমাদের চিকিৎসা খরচের ৭১ শতাংশই পকেট থেকে যায়—মূলত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের চিকিৎসায়। সরকার চিকিৎসা সবার কাছে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করছে, তবে জনগণেরও দায়িত্ব রয়েছে প্রতিরোধে সক্রিয় হওয়ার।”
স্বাস্থ্য উপদেষ্টা মনে করেন, সচেতনতার মাধ্যমেই এ ধরনের রোগ মোকাবিলা সম্ভব। তিনি বলেন, “আমি-আপনি-সবাই মিলে যদি সচেতন হই, তাহলে রোগ প্রতিরোধ করা সহজ হবে। গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব রয়েছে এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া।”
পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল