October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 3:33 pm

মিডিয়া ফ্লোটিলা অভিযান : শহিদুল আলমের প্রশংসায় ঢাকার ফিলিস্তিন দূতাবাস

 

গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে সম্মান জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে শহিদুল আলমের প্রশংসা করে তিনটি ছবি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে পাঠানো ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’-তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলম। সাহসী এই পদক্ষেপের জন্য ফিলিস্তিন দূতাবাস তার প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

পোস্টে শহিদুল আলমের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, তবে বাংলাদেশের সব মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। গাজায় যা ঘটছে, তা নিছক গণহত্যা। এই সংগ্রামে যদি আমরা হেরে যাই, তবে মানবতাই হেরে যাবে।”

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর শহিদুল আলম ঘোষণা দেন যে তিনি এই অভিযানে যোগ দিচ্ছেন। পরদিন (২৮ সেপ্টেম্বর) তিনি ইতালির উদ্দেশে রওনা দেন এবং সেখান থেকেই গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘মিডিয়া ফ্লোটিলা’-তে অংশ নেন।

এনএনবাংলা/