October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 4:00 pm

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকলেও উত্তাল ঢেউয়ের উচ্ছ্বাসে বহু পর্যটক মেতে উঠেছেন বাঁধভাঙা আনন্দে।

দুর্গাপূজার দীর্ঘ ছুটি উপভোগে দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো ভ্রমণপিপাসুতে মুখর এখন কুয়াকাটা সৈকত এলাকা। ইতোমধ্যে সৈকত সংলগ্ন হোটেলগুলো শতভাগ বুকিং সম্পন্ন হয়েছে, আর আশপাশের হোটেলগুলোতে বুকিং রয়েছে ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত। এতে প্রাণ ফিরে পেয়েছে পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। তবে টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়া অনেকের আনন্দযাত্রাকে খানিকটা ম্লান করেছে।

ক্ষুদ্র ব্যবসায়ী মাহিম ইসলাম বলেন, “ঈদের ছুটিতে বিক্রি মোটামুটি ভালো ছিল। কিন্তু আজকের বৃষ্টিতে বিক্রি একেবারেই বন্ধ হয়ে গেছে।”

অটোচালক কাদের হোসেনের আক্ষেপ, “সকাল থেকে বৃষ্টির কারণে গাড়ি বের করতে পারিনি। ভেবেছিলাম এই ছুটিতে ভালো আয় হবে, কিন্তু তা আর হচ্ছে না।”

সৈকতে ঘুরে দেখা যায়, অনেকে হোটেল কক্ষে অবস্থান করছেন, আবার কেউ ঝুঁকি নিয়েই ঢেউয়ের আনন্দ উপভোগ করছেন।

পর্যটক হাসান বলেন, “সৈকতে এসে ঢেউ না দেখে ফেরা যায় না। আবহাওয়া খারাপ হলেও মজা করছি, তবে অন্য দর্শনীয় স্থানে যাওয়া যাচ্ছে না।”

প্রথমবার কুয়াকাটায় আসা পর্যটক উর্মি জানান, “সমুদ্রের সৌন্দর্য দারুণ লাগছে, কিন্তু বৃষ্টির কারণে অনেক জায়গা ঘোরা সম্ভব হয়নি।”

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, “দুর্গাপূজার টানা ছুটিতে কুয়াকাটায় এবার রেকর্ডসংখ্যক পর্যটক এসেছেন। সৈকত সংলগ্ন হোটেলগুলো শতভাগ বুকিং রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু বুকিং বাতিল হচ্ছে এবং অনেক পর্যটক দূরের স্পটে যেতে পারছেন না।”

একই কথা জানান কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ। তিনি বলেন, “হঠাৎ নিম্নচাপের কারণে অনেক বুকিং ক্যানসেল হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চাইলেও অনেক ভ্রমণপিপাসু আসতে পারছেন না। এতে হোটেল-মোটেল ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।”

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত এলাকা ও আশপাশে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

এনএনবাংলা/