সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর স্বনামে বিভাগ ও কুমিল্লা নামক বিভাগের সাথে বৃহত্তর নোয়াখালীর নাম সংযুক্তি বাতিলের দাবীতে
নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাসে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সোনাইমুড়ী উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবী নোয়াখালী বিভাগের দাবীতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জড়ো হয় বাইপাস চত্ত্বরে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী ফোরলেন সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। ২ ঘন্টাব্যাপী বিক্ষোভে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, সোনাইমুড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আবদুল কাইয়ুম ভূঁইয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুর সেলিম, মাসুদের রহমান, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম পাটোয়ারী, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহেল উদ্দিন সজিব, কলেজ ছাত্রদলের আহবায়ক জাবেদ হোসেন, সদস্য সচিব নাইমুর রহমান মিরাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সাবেক সিনিয়র সংগঠক খোরশেদ আলম, জেলা সদস্য সাইফুল ইসলাম রাহাদ, মোস্তাফিজ ভূঁইয়া, মাহবুবুর রহমান মাহি প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত