October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 5:35 pm

পিআর পদ্ধতি যারা চায়, তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে: আমান

যারা পিআর পদ্ধতি চায়, তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। তিনি বলেন, পিআর পদ্ধতি এ দেশের মানুষ চায় না। যেসব দলের জনপ্রিয়তা নেই; তারা পিআর পদ্ধতি চাচ্ছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে।

বুধবার সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নের প্রতিটা মন্দির পরিদর্শন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

তিনি রামচন্দ্রপুর হরিদাস মনির কুটিবাড়ি মন্দির, মা রক্ষা কালি মন্দির,দুর্গামন্দির, গোপাল রাজবংশী বাড়ী মন্দির,দীনেশচন্দ্র সরকারের বাড়ী মন্দির,ধনঞ্জয়বাড়ী লক্ষী মন্দির,নারায়ন চন্দ্র সরকারের বাড়ী মন্দির পরিদর্শন করেন।