বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় পরিদর্শনকালে তারা পূজা মন্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। আর আগে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। পরিদর্শনেরকালে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার পূজায় আগত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও ফারুক আহমেদ, বরিশাল সদর ইউএনও , সহকারী কমিশনার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত