October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 6:06 pm

এনসিপিকে ‘শাপলা’র পরিবর্তে অন্য প্রতীক নিতে ইসির চিঠি

 

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে বলা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে দলটিকে চিঠি দিয়েছে ইসি।

চিঠিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। তবে দলটির পছন্দের প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮- এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় বর্তমানে অন্তর্ভুক্ত নেই।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০৮(১)(খ)-এর বিধান অনুযায়ী, কোনো দলকে বরাদ্দকৃত প্রতীক পরবর্তীতে সংরক্ষিত থাকবে, যদি না দল নিজে থেকে প্রতীক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করে।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এনসিপিকে জানিয়েছে, নির্ধারিত তালিকা থেকে এখনো বরাদ্দ না হওয়া একটি প্রতীক বেছে নিতে হবে এবং এ বিষয়ে লিখিতভাবে কমিশনকে ৭ অক্টোবরের মধ্যে জানাতে হবে।

এনএনবাংলা/