Thursday, October 2nd, 2025, 6:23 pm

একটি ছাড়া সব ফ্লোটিলা জাহাজ আটক, দাবি ইসরায়েলের

 

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ আটক করেছে বলে দাবি ইসরায়েলের। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স-পোস্টে বলা হয়েছে, কোনো জাহাজই সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনি নৌ-অবরোধ ভাঙার চেষ্টায় সফল হয়নি। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন এবং তাদের ইসরায়েলে নেওয়া হচ্ছে, যেখান থেকে ইউরোপে পাঠানো হবে।

বৃহস্পতিবার সকালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজে জোরপূর্বক উঠে স্বেচ্ছাসেবীদের দিকে বন্দুক তাক করে বন্দি করে ইসরায়েলি সেনারা। ছবি: আল-জাজিরা

বিবৃতিতে আরও বলা হয়, বহরে থাকা একটি জাহাজ এখনো চলাচল করছে। সেটি কাছে এলে প্রতিরোধ করা হবে।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত মধ্যরাতে দেশটির নৌ-কমান্ডোরা ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে অভিযান চালায়। এ সময় তারা জিপিএস সিগন্যাল বন্ধ করে শত শত কর্মীকে আটক করে।

এনএনবাংলা/