যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ের সামনে হামলায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ক্রাম্পসালের হিটন পার্ক সিনাগগের বাইরে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ইহুদিদের পবিত্রতম দিন ইয়োম কিপ্পুর উদ্যাপন উপলক্ষে জড়ো হওয়া মানুষের ভিড়ে প্রথমে একটি গাড়ি ঢুকে পড়ে, এরপর এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এতে অন্তত চারজন আহত হন। সর্বশেষ তথ্যে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে গুলি করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনিও নিহত হয়েছেন। ঘটনাটিকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ এবং ‘কোডওয়ার্ড প্ল্যাটো’ (PLATO) জারি করা হয়েছে, যা গুরুতর সন্ত্রাসী পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তির দিকে সশস্ত্র পুলিশ বন্দুক তাক করে আছে। এ সময় উপস্থিত মানুষজনকে দ্রুত সরে যেতে বলা হচ্ছিল। তবে বোমা থাকার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর জরুরি কোবরা বৈঠকে যোগ দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। তিনি জানিয়েছেন, সারা দেশের ইহুদি উপাসনালয়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬৩২ জন গ্রেফতার
নির্বাচনে ১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করলো গণতন্ত্র মঞ্চ