নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথমে বোলারদের দাপটে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার মাত্র ৫ রান খরচায় নেন ৩ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান নেন ১টি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন মারুফা আক্তার।
জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ফারজানা হক (২) ও শারমিন আক্তার (১০) আউট হলেও রুবাইয়া হায়দারের ব্যাটে আসে ভরসা। তিনি ৭৭ বলে ৮ চার হাঁকিয়ে অপরাজিত ৫৪ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা (২৩) ও সোবহানা মোস্তারি (২৪*) তাকে সঙ্গ দেন। অবিচ্ছিন্ন জুটিতে রুবাইয়া ও সোবহানা ম্যাচ শেষ করে আসেন মাঠ ছেড়ে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪.৭৯ শতাংশ