October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 10:39 pm

১৪ বছর পর ডিসেম্বরে ভারতে আসছেন মেসি

 

১৪ বছর পর আবারও ভারতে পা রাখতে যাচ্ছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে তার ভারত সফর। ভারতের চারটি শহর— কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘুরে দেখবেন তিনি।

সফরের তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেবেন।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সফরের বিষয়টি নিশ্চিত করে মেসি লিখেছেন, ‘এই সফর আমার জন্য বড় সম্মান। ভারত সবসময় আমার কাছে বিশেষ। ১৪ বছর আগে এখানকার ভক্তদের ভালোবাসা আজও মনে আছে। নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করতে আর ফুটবলের প্রতি ভালোবাসা ভাগ করতে আমি অধীর।’

মুম্বাইয়ে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৭-এ-সাইড ক্রিকেট ম্যাচে মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেট তারকারা। ফুটবল জাদুকরকে এবার দেখা যাবে ২২ গজের পিচেও।

কলকাতা সফর ঘিরে থাকবে বিশেষ আয়োজন। ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা জানাবেন। শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি, পাশাপাশি উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজন করা হবে ‘গোট কাপ’ নামে একটি ৭-এ-সাইড ফুটবল টুর্নামেন্টও।

এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন মেসি। দীর্ঘ বিরতির পর ফের ভারতে তার আগমন ঘিরে দেশজুড়ে, বিশেষ করে পশ্চিম বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস তৈরি হয়েছে।

এনএনবাংলা/