শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটির দুর্দান্ত সূচনা ভেস্তে গেলেও শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ব্যাটে ভর করে রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে টাইগাররা।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনের অর্ধশতকে মাত্র ১১ ওভারেই আসে ১০৯ রানের জুটি। সহজ জয়ের আভাস দিলেও এরপরেই ধস নামে ব্যাটিং লাইনআপে।
১১.৪ ওভারে পারভেজ (৩৭ বলে ৫৪) ফিরতেই শুরু হয় বিপত্তি। রশিদ খানের ঘূর্ণি স্পিনে একে একে সাজঘরে ফেরেন সাইফ হাসান (০), তানজিদ তামিম (৩৭ বলে ৫১), জাকের আলী (৬) ও শামীম হোসেন (০)। নূরের বলে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন তানজিম সাকিবও। মুহূর্তেই ১০৯/০ থেকে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮/৬।
শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৬ রান। চাপের মুহূর্তে দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। ১৯তম ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচকে বাংলাদেশের নিয়ন্ত্রণে নেন তিনি। পরে রিশাদ হোসেন চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৫১ রান। রহমানউল্লাহ গুরবাজ (৩১ বলে ৪০) ও মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট।
এই জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
এনএনবাংলা/
আরও পড়ুন
বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
বিশ্ব ডাক দিবস আজ