বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দুর্বল হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশার দিকে সরে গেছে। তবে এর প্রভাবে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ ভারী থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা শিগগির কমছে না। বরং আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে ঢাকাসহ অন্তত ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় আগামী পাঁচ দিন দেশে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিম্নচাপের প্রভাবে দেশের নদ-নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ফেনী জেলার মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে টানা বর্ষণে রাজধানীসহ বিভিন্ন মহানগরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। উপকূলীয় অনেক এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ। সেখানে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দ্বীপের একমাত্র স্লুইসগেট বন্ধ করে দেওয়ায় পানি নামতে পারছে না। সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে গত দুই দিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে ঢাকাসহ বড় শহরগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রামসহ পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে