October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 3rd, 2025, 6:35 pm

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান

 

পাকিস্তানের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভৌগোলিক মানচিত্র থেকেই মুছে যেতে হতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

দ্বিবেদী বলেন, ‘অপারেশন সিন্দুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার তা বজায় রাখা হবে না। এবার এমন পদক্ষেপ নেওয়া হবে যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা ভূগোলে টিকে থাকতে চায় কি না। যদি টিকে থাকতে চায়, তবে অবশ্যই সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে।’

শীর্ষ জেনারেল শুধু হুঁশিয়ারিই দেননি, সৈন্যদেরও প্রস্তুত থাকতে বলেছেন। তার ভাষায়, ‘ঈশ্বরের ইচ্ছা হলে, খুব শিগগিরই তোমরা (সেনারা) একটি সুযোগ পাবে। শুভকামনা রইল।’

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ বক্তব্যটি আসে ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং-এর মন্তব্যের একদিন পর।

ভারতের সেনাপ্রধান আরও জানান, অপারেশন সিন্দুরের সময় ভারত প্রতিশ্রুতি নিয়েছিল যেন কোনো নিরীহ প্রাণহানি না ঘটে এবং অপ্রয়োজনীয় সামরিক স্থাপনা ধ্বংস না হয়। সন্ত্রাসীদের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও মূল পরিকল্পনাকারীদের নির্মূল করার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারত-পাকিস্তান প্রায় যুদ্ধের মুখোমুখি হয়ে পড়ে। উভয় দেশ বিমান হামলা চালায় এবং কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বৈশ্বিক চাপ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এনএনবাংলা/