অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী এ সনদ বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। তিনি আশ্বস্ত করেন, প্রশাসনে দায়িত্ব পালনকালে যারা বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন না, তারা ভবিষ্যতেও রাষ্ট্র ও দেশের জন্য দায়িত্ব পালন করতে পারবেন।’
তবে তিনি আরও জানান, ‘যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, সরকার তাদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে।’
এনএনবাংলা/
আরও পড়ুন
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে