সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আজ (শনিবার) সন্ধ্যায় দেশে ফিরছেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানান, তিনি সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুরুল হক নুর সিঙ্গাপুরে অবস্থানকালে ১২ দিন ধরে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তিনি সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। দেশে প্রাথমিক চিকিৎসার পর বিশেষজ্ঞদের পরামর্শে তাকে বিদেশে পাঠানো হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন