বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে জনমত নেওয়া যেতে পারে।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।
তিনি বলেন, বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে পিআর ব্যবস্থার দাবি তুলছে। তবে নির্বাচন পেছালে ফ্যাসিবাদের উত্থান ঘটবে এবং নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দেবে বলেও সতর্ক করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের প্রায় ৫৬ শতাংশ মানুষই পিআর ব্যবস্থা সম্পর্কে জানে না। ফলে এই পদ্ধতির কথা বলে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই বৈধ ও আইনানুগ প্রক্রিয়ার পক্ষে একমত হবেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে