October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 4th, 2025, 8:02 pm

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুস্মরণ করে কৃষকদের পাশে দাড়ালেন বিএনপি নেতা অহিদ আহমদ

সিলেট অফিস :

দেশের কৃষি ও কৃষক উন্নয়নের রোল মডেল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুস্মরণ করে কৃষকদের পাশে দাড়ালেন  বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যফেয়ার্স এডভাইজর আ ম অহিদ  আহমদ।

তিনি শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের

ঘোগারকুলঘেষা এরাল বিল এলাকার ১৫০ জন কৃষকদের মধ্যে সার বিতরণ করেন।

কৃষকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে গোটা এলাকাজুড়ে প্রশংসা কুড়ালেন এ বিএনপি নেতা।

এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশ ও বিনামুল্যে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ম অহিদ  আহমদ বলেন,কৃষকদের ভাগ্য উন্নয়নে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিলো অসামান্য। তিনি কৃষকদের কথা চিন্তা করে খাল খননের মত যুগান্তরকারী পদক্ষেপ হাতে নিয়েছিলেন। এ কারণেই কৃষকরা আজও কৃষকরা ফসল ফলাতে পারে সাচ্ছন্দ্যে। শহিদ জিয়াকে বাদ দিয়ে কৃষকদের উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা চিন্তাও করা যায় না। তাইতো তিনি কৃষকদের ধানের শীষে মিশে আছেন অম্লান হয়ে।

তিনি বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করবে। কৃষকরা যাতে তাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত ফসলের সঠিক মূল্য পায় তার যাবতীয় ব্যবস্থাও গ্রহণ করবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেন, সংস্কারের নামে তালবাহনা না করে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশে উন্নয়নের রাজনীতি শুরু হবে। আবারও দেশে গ্রামের মানুষের ভাগ্য বদলের কাজ শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সে লক্ষ্যেই কাজ করছেন। ফলে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাঁর নেতৃত্বের অপেক্ষায় প্রহর গুণছে। গ্রামে না গেলে মানুষের এ চাওয়া বোঝা যাবেনা। মেহনতি মানুষ শহীদ জিয়ার মতোই তারেক রহমানকে ভালোবাসেন। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ আগামী নির্বাচনে ধানের শৗষকে বিজয়ী করে এর প্রমাণ দেবেন ইনশাআল্লাহ।

ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মাসুক মাহমুদ মিলু এবং সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক আব্দুল আজিজের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম , উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ,, বিশিষ্ট ব্যবসায়ী তোফয়েল আহমদ খালেদ, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল মাস্টার,উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন. পৌর যুবদলের সদস্য্য সচিব, যুগ্ম আহবায়ক তমজিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শাহীনুর আলম চৌধূরী শাহী প্রমুখ।

উল্লেখ্য,এরাল বিল,শুধু সিলেট নয়্ পরিবেশ, প্রকৃতি আর জীব বৈচিত্র নিয়ে কাজ করা দুনিয়ার মানুষের কাছে পরিচিতি পাওয়া একটি নাম। বিস্তৃত এই বিলের পাশেই একটি পৌরসভা, একটি গ্রাম আছে। আর সেই গ্রামের নাম ঘোগারকুল।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডঘেষা এই এরাল বিল থেকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা মুনাফা আয় করে থাকে। এতদ অঞ্চলের কৃষককুল আর মৎস্যজীবীদের কাছে প্রাণসম এক নাম এরাল বিল। এই বিল রক্ষায় মানুষ জীবন দিতেও দ্বিধা করেনি। বহু সংগ্রাম করেছেন সাধারণ মানুষ। তাই বিলটি এখনও মানুষের কাছে আশার সঞ্চার করে। প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ এই বিলটি যে রাজনীতিবিদদের নজর এড়ায়নি তা আবারও প্রমাণ করলো বিএনপি।